বৃহস্পতিবার | ৩০শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
শিরোনাম

অবৈধ স্থাপনা উচ্ছেদকালে হামলা, বুলডোজার ভাঙচুর

প্রকাশিত : মার্চ ১৪, ২০২৩




স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের নাতিরপুর এলাকায় সড়ক ও জনপথ বিভাগের জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের সময় হামলার ঘটনা ঘটেছে। এসময় বিক্ষুব্ধ দখলদাররা ভ্রাম্যমাণ আদালতের উচ্ছেদে নিয়োজিত একটি বুলডোজার ভাঙচুর করেন।

মঙ্গলবার (১৪ মার্চ) সকাল থেকে উচ্ছেদ অভিযান শুরু হলে দুপুরে এ ঘটনা ঘটে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন এ তথ্য জানান।

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন জানান, আদালতের রায়ের প্রেক্ষিতে এ এলাকার সড়ক ও জনপথ বিভাগের ৭ একর ভূমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলছে। এ সময় এক্সেভেটরের মাধ্যমে শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেয়া হয়। সকল অবৈধ স্থাপনা আজ উচ্ছেদ শেষ না হলে আগামীকাল আবার অভিযান পরিচালনা করা হবে। তিনি জানান, জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন সড়ক ও জনপথ বিভাগ ও হবিগঞ্জ জেলা পুলিশের একটি টিম।

 

আজকের সর্বশেষ সব খবর