প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌরসভার পার্কিং ফিনাম্বার প্লেইটবিহীন টমটম, মিশুক…
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের অবৈধ স্থাপনা ও রাস্তার পাশে ইট, মাটি, বালু রাখার বিরুদ্ধে হবিগঞ্জ শহরে জেলা প্রশাসন ও পৌরসভার মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে।
বুধবার বিকেলে নির্বাহী ম্যাজিষ্ট্র্যাট শাহ জাহুরুল হোসেনের নেতৃত্বে শহরের পিটিআই রোড, বদিউজ্জামান খান সড়ক, শ্মশানঘাট রোড ইত্যাদি এলাকায় অভিযান চালানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরীসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তাবৃন্দ। অভিযানে শ্মশানঘাট রোডে ফুটপাত হতে ফেলে রাখা গাছের টুকরা জব্দ করা হয়।
পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী বলেন ‘পৌরসভার পক্ষ হতে অবৈধ স্থাপনা সড়িয়ে নেয়ার জন্য বার বার তাগিদ দেয়া হয়। ইট,বালু, মাটি রাস্তার পাশ হতে সড়ানোর জন্য মাইকিং করা হয়। কিন্তু তারপরও একটি মহল অবৈধ স্থাপনা রেখে এবং রাস্তার পাশে নির্মাণ সামগ্রী রেখে পরিবেশ বিনষ্ট করছেন।
এরই প্রেক্ষিতে জেলা প্রশাসন হবিগঞ্জ পৌরসভার সহযোগিতায় এ অভিযান পরিচালনা করে। ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে।’