বৃহস্পতিবার | ৩০শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
শিরোনাম

আগামীর স্মার্ট বাংলাদেশে নেতৃত্ব দিবে আজকের তরুণ সমাজ

প্রকাশিত : জানুয়ারি ২৭, ২০২৩




স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, নিয়মিত খেলাধূলা তরুণ প্রজন্মকে খারাপ পথে যাওয়া থেকে বিরত রাখে। এজন্য লেখাপড়ার পাশাপাশি নিয়মিত ক্রীড়াচর্চা তাদের উদ্বুদ্ধ করা প্রয়োজন।

তিনি বিকেলে হবিগঞ্জ জালাল স্টেডিয়ামে সদর উপজেলায় শেখ কামাল আন্ত:স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
এমপি আবু জাহির আরও বলেন, ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার পর এবার স্মার্ট বাংলাদেশ গড়ার উদ্দেশ্যে কাজ করছে সরকার। আজকের তরুণরা আগামীর স্মার্ট বাংলাদেশে নেতৃত্ব দিবে। তাই তাদের শারীরিক ও মানসিকভাবে শক্তিশালী করে গড়ে তুলতে হবে। এক্ষেত্রে খেলাধূলার বিকল্প নেই।

অনুষ্ঠানে হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আয়েশা আক্তারের সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোতাচ্ছিরুল ইসলাম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আসমা বিনতে রফিক ও সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা।

পরে এমপি আবু জাহির শেখ কামাল আন্ত:স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতায় বিজয়ী ১১৪ জনের মাঝে পুরস্কার বিতরণ করেন।

 

আজকের সর্বশেষ সব খবর