বুধবার | ২০শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম

আবু জাহির এমপি’র প্রচেষ্টায় হবিগঞ্জ পৌরএলাকায় নির্মিত হচ্ছে আধুনিক ট্রাক টার্মিনাল

প্রকাশিত : অক্টোবর ২৭, ২০২১




জার্নাল প্রতিবেদক ॥ অবশেষে হবিগঞ্জ পৌরসভায় নির্মিত হতে যাচ্ছে আধুনিক ট্রাক টর্মিনাল। হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম জানান,‘হবিগঞ্জ-লাখাই-শায়েস্তাগঞ্জ আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহিরের প্রচেষ্টা ও আন্তরিকতায় হবিগঞ্জ পৌরএলাকায় একটি আধুনিক ট্রাক টার্মিনাল নির্মাণের স্বপ্ন বাস্তবায়ন হতে যাচ্ছে।

বুধবার (২৭ অক্টোবর) দুপুর২ টায় মেয়র আতাউর রহমান সেলিম সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রনালয় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ সচিব মোঃ নজরুল ইসলামকে সাথে নিয়ে হবিগঞ্জ শহরের পুরান বাজার রেলওয়ে কলোনী এলাকা পরিদর্শন করার পর এ ঘোষনা দেন।

মেয়র বলেন, ‘পুরান বাজার রেলওয়ে ষ্টেশনের আশপাশেই হবিগঞ্জ শহরের আধুনিক ও নান্দনিক ট্রাক টার্মিনাল নির্মিত হবে।’ তিনি বলেন, ‘সংসদ সদস্য এডভোকেট আবু জাহিরের ঐকান্তিক প্রচেষ্টায়ই অল্প কিছুদিনের মাঝেই হবিগঞ্জ পৌরএলাকায় আধুনিক ট্রাক টার্মিনাল নির্মাণের কাজ শুরু হবে।’

আজকের সর্বশেষ সব খবর