শনিবার | ১০ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম

আমির চান কমপ্লেক্সের পাশের একটি পুকুর থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার

প্রকাশিত : মে ১, ২০২৩




Spread the love

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের আমির চান কমপ্লেক্সের পাশে একটি পুকুর থেকে এক বৃদ্ধের ভাসমান অবস্থায় লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে নিহতের নাম ও পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। নিহত ব্যাক্তির বয়স আনুমানিক ৬০ বছর। সোমবার দুপুর ১২ টার দিকে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ লাশটি উদ্ধার করে।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, দুপুরে স্থানীয় লোকজন দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে হবিগঞ্জ পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

হবিগঞ্জ সদর থানার ওসি গোলাম মর্তুজা বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, পুকুর থেকে উদ্ধার হওয়া মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি। তার বয়স পঞ্চাশের উপর হবে বলে ধারণা করা হচ্ছে। পরিচয় শনাক্তের জন্য ও মৃত্যুর কারণ উদঘাটনে কাজ করছে পুলিশ।

এর আগে গত বুধবার (২৬ এপ্রিল) শহরের আরডি হল এলাকার একটি পুকুর থেকে আনু বেগম (২৫) নামে এক নারীর মৃতদেহ উদ্ধার করা হয়।

সিরাজুল ইসলাম জীবন
হবিগঞ্জ
০১৭১৮-২৫০৭৯৯


Spread the love
আজকের সর্বশেষ সব খবর