বৃহস্পতিবার | ৮ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম

আল্লামা শফীকে হত্যার অভিযোগে মামুনুল হকসহ ৩৬ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত : ডিসেম্বর ১৭, ২০২০




Spread the love

অনলাইন ডেস্ক : আল্লাম আহমদ শফীকে হত্যার অভিযোগে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হকসহ ৩৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের। হেফাজতে ইসলামের সাবেক আমীর আহমেদ শফীকে হত্যার অভিযোগে হেফাজতে ইসলামের যুগ্ম-মহাসচিব ও বিতর্কিত বক্তা মামুনুল হক, আজিজুল হক ইসলামাবাদী, নাসির উদ্দিন মনিরসহ ৩৬ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন আহমদ শফীর শ্যালক মোহাম্মদ মাইনুদ্দীন।

বিচারক শিপলু কুমার দে’র আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্ত করে এক মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলেছে।

বাদী পক্ষের আইনজীবী আবু হানিফ জানান, মামলায় আহমেদ শফীকে মানসিকভাবে নির্যাতন করে হত্যার অভিযোগ করা হয়েছে।

গতকাল এক আলোচনা সভায় আহমদ শফীর মৃত্যু স্বাভাবিক নয় উল্লেখ করে বিচারবিভাগীয় তদন্তের দাবি জানান তার অনুসারীরা। অনুষ্ঠানে হেফাজতের ইসলামের বর্তমান কমিটি ভেঙে নতুন কমিটি গঠন করার দাবি জানান তারা।


Spread the love
আজকের সর্বশেষ সব খবর