বৃহস্পতিবার | ৮ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম

ওমরাহ পালনে সস্ত্রীক সৌদি আরবে এমপি আবু জাহির

প্রকাশিত : ডিসেম্বর ৪, ২০২১




Spread the love

স্টাফ রিপোর্টার ॥ পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এবং তাঁর স্ত্রী আলেয়া আক্তার সৌদিআরবে গেছেন।

শনিবার (৪ ডিসেম্বর) বিকাল সাড়ে ৫টায় তাঁরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদিআরবের উদ্দেশ্যে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তাঁরা দেশত্যাগ করেন। রাত ৯টা ৪০ মিনিটে তাঁরা সৌদিআরবের প্রিন্স মোহাম্মদ বিন আব্দুল আজিজ বিমানবন্দরে পৌঁছেন।

গণমাধ্যমের সঙ্গে কথা হলে এমপি আবু জাহির সময় স্বল্পতার কারণে সকলের সঙ্গে যোগাযোগ সম্ভব না হওয়ায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন। তিনি সকলের দোয়া কামনা করেছেন।

আগামী ১৩ ডিসেম্বর জেদ্দা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেট ওসমানী বিমানবন্দরের তাঁদের উদ্দেশ্যে রওয়ানা হওয়ার কথা।


Spread the love
আজকের সর্বশেষ সব খবর