বৃহস্পতিবার | ৩০শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
শিরোনাম

কক্সবাজার সৈকতে ভেসে এলো বিশাল আকৃতির তিমি

প্রকাশিত : এপ্রিল ৯, ২০২১




জার্নাল ডেস্ক : বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে একটি বিশালাকৃতির তিমি ভেসে এসেছে। প্রাণীর শরীরের পেছনের অংশে বড় একটি ক্ষত দেখা গেছে।

শুক্রবার দুপুরে সৈকতের দরিয়া নগর হিমছড়ি পয়েন্টে বিশালাকৃতির তিমিটিকে ভাসতে দেখে স্থানীয়রা।

স্থানীয়রা বলেন, তিমি মাছটির পেছনের দিকের অংশে বড় ধরনের ক্ষত রয়েছে। ধারণা করা হচ্ছে আঘাতের তোড়ে এটি মারা পড়েছে। গভীর সাগরের কোথাও এটিকে শিকারিরা হত্যা করেছে বলে ধারণা তাদের। সেখানে মারা যাবার পর ভাসতে ভাসতে এটি সৈকতের তীরে ভিড়েছে।

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের সদর রেঞ্জের কর্মকর্তা সমীর কুমার সাহা বলেন, দক্ষিণ বনবিভাগের পর্যটন স্পট হিমছড়ি সৈকতে একটি বিশাল সামুদ্রিক প্রাণী ভেসে আসার খবর পেয়ে স্থানীয় বনকর্মী ও হিমছড়ি পর্যটনস্পট পরিচালকরা ঘটনাস্থলে যান। এটি তিমি মাছ, অনেক আগে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। কারণ এর নাড়িভুড়ি কিছুই নেই। মৃত তিমিটি থেকে পঁচা দুর্গন্ধ ছড়াচ্ছে। এর মারা যাবার কারণ জানতে ভেটেনারি সার্জনসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে আসছেন।

উল্লেখ্য, গতবছর লকডাউনের সময়েও সৈকতে ডলফিন ভেসে এসেছিল। এর মাঝে বেশ কয়েকটি হত্যার শিকার হয়েছিল।

 

আজকের সর্বশেষ সব খবর