সিলেট প্রতিনিধি ॥ সিলেটের জকিগঞ্জে দেশের ২৮তম গ্যাসক্ষেত্রের সন্ধান পাওয়া…
জার্নাল সারাদেশ বার্তা ॥ ঝিনাইদহের মহেশপুর উপজেলায় একটি গণকবরের সন্ধান পাওয়া গেছে। জানা গেছে, কপোতাক্ষ নদের খননের সময় উপজেলা শহরের পাশে ব্রিজের নিচে মানুষের মাখার খুলি ও হাড় উদ্ধার করে এলাকাবাসী।
স্থানীয় মুরব্বীরা জানায়, মুক্তিযুদ্ধকালীন সময়ে মহেশপুরে পাকিস্তানি হানাদার বাহিনীর ক্যাম্প ছিলো। হানাদার সেনারা বিভিন্ন স্থান থেকে মানুষকে ধরে এনে হত্যা করতো। পরে তাদের গণকবর দি[তো। এটিই তার একটি গণকবরের অংশ বলে তাদের ধারণা।
মহেশপুর পৌর কমান্ডার বীর মুক্তিযুদ্ধা কাজী আব্দুস ছাত্তার জানান, অনেক দিন ধরে নদ খননের কাজ হচ্ছে। খননের সময় এখানে বেশ কিছু মাথার খুলি ও হাড় পওয়া যায়। পরে সেখানে গিয়ে মাথার খুলি ও হাড় দেখেছি। এগুলো সংরক্ষণের ব্যবস্থা করা হবে।
মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নয়ন কুমার রাজবংশী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। এখানে এসে মাথার খুলি ও হাড় দেখেছি। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে এটি মুক্তিযুদ্ধকালীন সময়ের চিহ্ন।