শুক্রবার | ২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম

কমলাপুর বিআরটিসি ডিপোর ভেতরে বাসে আগুন

প্রকাশিত : জুলাই ২৪, ২০২১




জার্নাল ডেস্ক ॥ রাজধানীর কমলাপুরে বিআরটিসির ডিপোতে বাসে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। শনিবার (২৪ জুলাই) সন্ধ্যা ৬টা ২৮ মিনিটে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের চার ইউনিট ঘটনাস্থলে গিয়ে ৬টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন, কমলাপুরের বিআরটিসি ডিপোর ভেতরে একটি বিআরটিসি বাসে আগুনের খবর পাই। খবর পাওয়ার পরপরই চারটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।

তিনি বলেন, চারটি ইউনিটের চেষ্টায় ৬টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে আগুনের কারণ জানা যায়নি।

আজকের সর্বশেষ সব খবর