শনিবার | ১০ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম

করোনার থাবায় প্রাণ গেল আরেক অভিনেতার

প্রকাশিত : ডিসেম্বর ২৩, ২০২০




Spread the love

বিনোদন ডেস্ক : দেশের বিনোদন জগতে আবারও করোনার থাবা। অদৃশ্য এই প্রাণঘাতি ভাইরাসে আক্রান্ত হয়ে এবার না ফেরার দেশে চলে গেলেন অভিনেতা সেলিম আহমেদ।

বুধবার সকাল ৯টা ৩০ মি‌নি‌টে গেন্ডারিয়ার আজগর আলী হাসপাতা‌লে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি ইন্তেকাল ক‌রেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার সেলিমের শারীরিক অবস্থা স্থিতিশীল হলে নতুন ধরণের মেডিসিন প্রটোকল তৈরি করে প্রয়োগ করা হয়, তাতে করে ইতিবাচক সাড়া মেলে। কিন্তু শেষ রক্ষা হলো না।

এর আগে ম্যা‌সিভ হার্ট অ্যাটাক করলে তাকে আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। বেশ কয়েক দিন ধরে তিনি সেখানে চিকিৎসাধীন ছিলেন।

অভিনয়ের পাশাপাশি সেলিম আহমেদ ছিলেন একাধারে ভাস্কর, চিত্রকর, কবি, নাট্যশিল্পী ও গ্রাফিক্স ডিজাইনার। তার মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছেন বেশ কয়েকজন অভিনয়শিল্পী।

এর আগে গত সেপ্টেম্বরে করোনায় আক্রান্ত হয়ে একদিনের ব্যবধানে মারা যান অভিনেতা সাদেক বাচ্চু ও মহিউদ্দিন বাহার। এছাড়া গত মাসে মারা যান বিশিষ্ট অভিনেতা আলী যাকের।


Spread the love
আজকের সর্বশেষ সব খবর