শনিবার | ১০ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম

কাঁদা ছোড়াছুড়িতে লাভ নেই, নমিনেশন আমি দেবো

প্রকাশিত : এপ্রিল ১৯, ২০২৩




Spread the love

জার্নাল ডেস্ক ॥ ঈদুল ফিতরের ছুটিতে এলাকায় গিয়ে দলীয় নেতাকর্মীদের জনসংযোগের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সেই সাথে নিজেদের মধ্যে যেন কোনো রকম কাদা ছুড়াছুড়ি না হয় সে বিষয়েও নির্দেশ দিয়েছেন তিনি।

বুধবার (১৯ এপ্রিল) বেলা ১১টায় ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে মোবাইলে ভিডিও কলে যুক্ত হয়ে এ কথা বলেন শেখ হাসিনা।

এর আগে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিসহ ঢাকা মহানগরের (উত্তর-দক্ষিণ) সব সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে যৌথ সভা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সভা শেষে সভানেত্রীর কাছে মুঠোফোনে রিপোর্ট পেশ করা হয়। এসময় অপর পাশ থেকে শেখ হাসিনা বলেন, ‘তোমাদের তো দেখা যায় না, ক্যামেরা কই?’

পরে সভানেত্রীকে ভিডিও কলে যুক্ত করলে ঘর ভর্তি নেতাকর্মীদের মাঝে যেন ঈদের আগাম উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। এসময় সমস্বরে সবাই বলে উঠেন, ‘ঈদ মোবারক, আপা’।

এসময় নেতাদের শেখ হাসিনা বলেন, ‘এলাকায় গিয়ে সবাই মিলেমিশে ঈদ করো, মানুষের খোঁজ-খবর নাও। আমরা যাদের ঘর দিয়েছি তারা কেমন আছে জিজ্ঞেস করো, সবার বাড়ির আঙ্গিনায় যেটুকু খালি জায়গা আছে গাছপালা, শাক-সবজি লাগাতে বলো’।

তিনি আরো বলেন, ‘একই সঙ্গে বিএনপির অপপ্রচার, বিশৃঙ্খলা, অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকতে বলো। আর নিজেরা নিজেরা যেন কোনো রকম কাদা ছোড়াছুড়ি না করে, এতে কোনো লাভ নেই, নমিনেশন তো আমি দেবো।’

শেষের দিকে ছাত্রলীগকে উদ্দেশ্য আওয়ামী সভাপতির কথা ছিলো, ‘বাড়ি যেয়ে গাছ লাগাবে, কৃষকের ধান কেটে দেবে, আর সাবধান! হেলমেট ছাড়া কেউ মোটরসাইকেলে উঠবে না…।’


Spread the love
আজকের সর্বশেষ সব খবর