শনিবার | ১০ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম

কাবুলে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ৬

প্রকাশিত : মার্চ ২৭, ২০২৩




Spread the love

আন্তর্জাতিক ডেস্ক ॥ আফগানিস্তানের কাবুলে আত্মঘাতী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয় বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। সোমবার (২৭ মার্চ) দুপুরে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে যাওয়ার পথে একটি নিরাপত্তা চৌকির কাছে এ বিস্ফোরণ ঘটে। খবর: রয়টার্স।

কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান বলেন, মালিক আসগর স্কোয়ারে তল্লাশি চৌকিতে একজনকে চিহ্নিত করা হয়েছিল। তবে তাকে আটকানোর আগেই বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় তালেবান নিরাপত্তা বাহিনীর তিন সদস্যসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

হামলার লক্ষ্যবস্তুর নাম উল্লেখ না করলেও, ওই এলাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়সহ বেশ কয়েকটি সরকারি ভবন রয়েছে বলে জানিয়েছেন তিনি।

ইতালীয় এনজিও পরিচালিত হাসপাতালের এক কর্মকর্তা জানান, ১২ জন আহত রোগীর পাশাপাশি তারা দুটি মৃতদেহ গ্রহণ করেছেন।


Spread the love
আজকের সর্বশেষ সব খবর