বৃহস্পতিবার | ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম

গণটিকাদান কর্মসূচি: সকলকে টিকা নেয়ার আহবান জানালেন এমপি আবু জাহির

প্রকাশিত : আগস্ট ৭, ২০২১




স্টাফ রিপোর্টার ॥ সকল শ্রেণী-পেশার মানুষকে করোনাভাইরাসের টিকা নেয়ার জন্য আহবান জানিয়েছেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত হবিগঞ্জ ও শায়েস্তাগঞ্জ পৌরসভা এবং সদর উপজেলার বিভিন্ন টিকা কেন্দ্র পরিদর্শনের সময় তিনি এ আহবান জানিয়েছেন।

তিনি বলেন, অনেক দেশের সরকার এখনও পর্যাপ্ত করোনার টিকার ব্যবস্থা করতে পারেনি। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের জনগণকে ইউনিয়ন পর্যায়ে গণটিকা দেয়ার ব্যবস্থা করে দিয়েছেন। এই সুযোগ কাজে লাগিয়ে সবাই টিকা গ্রহণ করে সুরক্ষিত থাকুন।

এমপি আবু জাহির শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত হবিগঞ্জ ও শায়েস্তাগঞ্জ পৌরসভা এবং সদর উপজেলার অন্তত দশটি টিকাদান কেন্দ্র পরিদর্শন করেছেন। তাঁর সঙ্গে ছিলেন হবিগঞ্জের সিভিল সার্জন ডা. একেএম মোস্তাফিজুর রহমান, ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলিছুর রহমান উজ্জ্বল, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা আক্তার শিমুল, শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিনহাজুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বর্ণালী পাল, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী, শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব প্রমুখ।

আজকের সর্বশেষ সব খবর