বৃহস্পতিবার | ২১শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম

গাজীপুরে আম কুড়াতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুই নারী নিহত

প্রকাশিত : জুন ৫, ২০২১




জার্নাল সারাদেশ বার্তা ॥ গাজীপুরে ট্রেনের ধাক্কায় দুই নারী নিহত হয়েছেন। এ ঘটনায় অপর এক নারী আহত হয়েছেন।

শনিবার (৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে মহানগরীর সালনা টেকিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল হক দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে গাজীপুর মহানগরের সালনা টেকিবাড়ি এলাকায় রেললাইনের পাশে আম কুড়াতে যান তিন নারী। এ সময় নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুই নারী ঘটনাস্থলেই নিহত ও একজন আহত হয়েছেন। তাদের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেননি এই পুলিশ কর্মকর্তা।

আজকের সর্বশেষ সব খবর