মঙ্গলবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম

গাজীপুরে জুতার কারখানায় ভয়াবহ আগুন

প্রকাশিত : আগস্ট ৯, ২০২১




জার্নাল সারাদেশ বার্তা ॥ গাজীপুরে একটি জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৯ আগস্ট) সকাল ৮টার দিকে সিটি কর্পোরেশনের বাঙালগাছ এলাকায় স্টেপ ফুটওয়্যার নামে ওই কারখানার তৃতীয় তলা ভবনের দ্বিতীয় তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল হামিদ মিয়া জানান, সকাল ৮টার দিকে সিটি কর্পোরেশনের বাঙালগাছ এলাকায় স্টেপ ফুটওয়্যার নামে ওই কারখানার তৃতীয় তলা ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগে।

খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় সকাল ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

তবে তার আগেই কিছু জুতা ও জুতা তৈরির কাঁচামাল পুড়ে গেছে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

আজকের সর্বশেষ সব খবর