শুক্রবার | ৩১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
শিরোনাম

গান নিয়ে ব্যস্ত সময় পার করছেন লায়লা

প্রকাশিত : নভেম্বর ১৭, ২০২২




বিনোদন ডেস্ক ॥ চলতি প্রজন্মের জনপ্রিয় ফোক সংগীতশিল্পী সুলতানা ইয়াসমীন লায়লা। স্টেজ ও নতুন গানে বেশ সরব সময় পার করছেন এখন তিনি। সমপ্রতি তার কণ্ঠে ‘বিশ্ব হারামী’ গানটি বেশ প্রশংসিত হচ্ছে। এ ছাড়াও ‘কইলজা পুইড়া কালা’সহ বেশকিছু গান সামপ্রতিক সময়ে প্রকাশ হয়েছে তার। এর বাইরে আরও কিছু গান রয়েছে প্রকাশের অপেক্ষায়। সবমিলিয়ে ব্যস্ততা কেমন যাচ্ছে?

লায়লা বলেন, ব্যস্ততা যাচ্ছে বেশ। স্টেজের মৌসুম চলে এসেছে। এখন নিয়মিতই শো করতে হবে দেশের বিভিন্ন স্থানে। এরইমধ্যে শো শুরু করেছি। করোনার পর শো আয়োজন গত বছর থেকে শুরু হলেও অতটা স্বাভাবিক ছিল না।
তবে এবার আশা করছি স্টেজ শো পুরোদমে শুরু হবে। আমি ও আমার টিমও প্রস্তুত রয়েছি শো করার জন্য।

এদিকে লায়লা বর্তমানে নতুন গান নিয়েও ব্যস্ত রয়েছেন। সে বিষয়ে লায়লা বলেন, স্টেজ শোয়ের বাইরে গত কিছুদিনে চ্যানেলের লাইভ ও রেকর্ডের অনুষ্ঠানের ব্যস্ততা যাচ্ছে।বিভিন্ন গীতিকার ও সুরকারের গানই রয়েছে। সব মিলিয়ে যে গানগুলো করলাম বেশ ভালো হয়েছে। আমার বিশ্বাস গানগুলো প্রকাশ হলে শ্রোতাদের ভালো লাগবে।

আজকের সর্বশেষ সব খবর