বৃহস্পতিবার | ৮ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম

চিত্তরঞ্জন দাসকে আওয়ামী লীগ থেকে বহিস্কার

প্রকাশিত : সেপ্টেম্বর ১৫, ২০২১




Spread the love

অনলাইন ডেস্ক ॥ আওয়ামী লীগের ঢাকা মহানগর দক্ষিণ শাখার সবুজবাগ থানার সাধারণ সম্পাদক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর লায়ন চিত্তরঞ্জন দাসকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

‘অসামাজিক কর্মকাণ্ডে জড়িত’ থাকার দায়ে তাকে দল থেকে বহিস্কার করা হলো। বুধবার (১৫ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ একটি সুসংগঠিত সুশৃঙ্খল সংগঠন। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের নির্দেশে সবুজবাগ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়ন চিত্তরঞ্জন দাসকে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে চিত্তরঞ্জনের আপত্তিকর একটি ভিডিও ভাইরাল হওয়ার পর ভুক্তভোগী ওই নারী তার বিরুদ্ধে মামলা দায়ের করেন।


Spread the love
আজকের সর্বশেষ সব খবর