বৃহস্পতিবার | ৮ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম

চুনারুঘাটে কোটি টাকার কষ্টি পাথর’সহ পাচারকারী আটক

প্রকাশিত : জুলাই ৯, ২০২১




Spread the love

মোঃ জমির আলী ॥ চুনারুঘাট উপজেলার দেউন্দি চা বাগান এলাকা থেকে প্রায় ১ কোটি টাকা মূল্যের একটি কষ্টি পাথরসহ এক পাচারকারীকে আটক করেছে র‌্যাব।

শুক্রবার (৯ জুলাই) সকালে উপজেলার ৪ নং পাইকপাড়া ইউনিয়নের দেউন্দি চা ফ্যাক্টরি এলাকায় অভিযান চালায় র‌্যাব-৯ সিপিসি-১ এর একটি দল। এসময় ১ কেজি ওজনের কষ্টিপাথর সহ মহানন্দ মৃধা (৫১) নামে এক পাচারকারীকে আটক করা হয়।

আটককৃত মহানন্দ মৃধা দেউন্দি চা বাগানের মৃত রামভজন মৃধার ছেলে। র‌্যাব সূত্রে জানা যায়, উদ্ধারকৃত কষ্টিপাথরটি একটি মন্দিরে শিবলিঙ্গ হিসেবে ব্যবহৃত হতো।

অনেকদিন আগে আটককৃত ব্যক্তি পাথরটি চুরি করে নিয়ে আসে। পরবর্তীতে পাচারের চেষ্টাকালে তাকে আটক করা হয়।র‌্যাব-৯ সিপিসি-১ হবিগঞ্জ ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট কমটান্ডার মোহাম্মদ নাহিদ হাসান এর সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত কষ্টিপাথরের আনুমানিক মূল্য ১ কোটি টাকা হবে।

আটককৃত আসামীর বিরুদ্ধে চুনারুঘাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।


Spread the love
আজকের সর্বশেষ সব খবর