শনিবার | ১০ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম

চুনারুঘাটে সুবিধা বঞ্চিতদের মধ্যে জিএসসি ইউকের নগদ অর্থ বিতরণ

প্রকাশিত : এপ্রিল ২০, ২০২৩




Spread the love

স্টাফ রিপোর্টার ॥ গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে’র ঈদ স্মাইল প্রকল্পের আওতায় জেলার চুনারুঘাট উপজেলায় অসহায় ও অসচ্ছলদের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। ঐ উপজেলার শানখলা ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন স্থানের শতাধিক লোকের মধ্যে এ অর্থ বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (২০শে এপ্রিল) বেলা ১১টায় এ উপলক্ষে উপজেলার মজলিসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান আবদুল কাদির লস্কর।

এডভোকেট পুন্যব্রত চৌধুরী বিভু সভাপতিত্বে আলোচনায় অংশ নেন, বৃন্দাবন সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ইলিয়াস বখত চৌধুরী জালাল, এডভোকেট শামীম আহমেদ, বাপা’র তোফাজ্জল সোহেল, সলিসিটর ফারিয়েল হক তরফদার, মজলিস পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তাসলিমা বেগম, সাবেক মেম্বার আব্দুল মান্নান, আ.লীগ সভাপতি তৈয়ব আলী, প্রবাসী মকবুল তফরদার।

স্বাগত বক্তব্য দেন জিএসসি হবিগঞ্জ শাখার সাধারণ সম্পাদক এডভোকেট রুহুল হাসান শরীফ। অনুষ্ঠান পরিচালনা করেন বাকী বিল্লাহ। এতে ১শ জন সুবিধা বঞ্চিতদের ব্যক্তির প্রত্যেকে ঈদ উপহার হিসেবে এক হাজার টাকা করে নগদ প্রদান করা হয়।


Spread the love
আজকের সর্বশেষ সব খবর