মঙ্গলবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম

জাফলংয়ে নিখোঁজ পর্যটক মাহিদুলের লাশ উদ্ধার

প্রকাশিত : জুলাই ১২, ২০২২




জার্নাল ডেস্ক ॥ সিলেটের পর্যটনকেন্দ্র জাফলংয়ে বেড়াতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হওয়া মাহিদুল ইসলাম (১৯) এর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরী দল। তিনি নরসিংদীর বাগহাটা এলাকার দোলোয়ার মিঞা’র ছেলে। মঙ্গলবার (১২ জুলাই) সন্ধ্যা সোয়া ছয়টার তার লাশ উদ্ধার করা হয়।

লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন জাফলং টুরিস্ট পুলিশের ইনচার্জ মো. রতন শেখ।

পুলিশ জানায়, নরসিংদী থেকে মাহিদুল ইসলাম তার বন্ধুবান্ধব ও নিকট আত্মীয়দের ১২ সদস্যের একটি দল জাফলংয়ে বেড়াতে আসেন। সেখানে আসার পর দুপুর বারোটার দিকে ৩ জন পানিতে গোসল করতে নামেন। তাদের মধ্যে দুজন পানি থেকে উঠতে পারলেও মাহিদুল পানিতে তলিয়ে যান।  দুপুর ২.১৫ মিনিটে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেয়। ডুবুরি দল অনেক চেষ্টা চালিয়ে সন্ধ্যা সোয়া ছয়টায় তার লাশ উদ্ধার করতে সক্ষম হয়।

আজকের সর্বশেষ সব খবর