শুক্রবার | ৩১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
শিরোনাম

জিয়াউর রহমান হাসপাতালে থাকবে হিরো আলমের অ্যাম্বুলেন্স

প্রকাশিত : ফেব্রুয়ারি ৯, ২০২৩




জার্নাল সারাদেশ বার্তা ॥ সম্প্রতি গাড়ি উপহার পেয়েছেন হিরো আলম। গাড়িটি দরিদ্র রোগী ও লাশ পরিবহনের কাজে ব্যবহারের লক্ষে অ্যাম্বুলেন্সে রূপান্তর করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সামনে রাখার সিদ্ধান্ত নিয়েছেন আলোচিত এই কন্টেন্ট ক্রিয়েটর।

তবে কবে নাগাদ এ অ্যাম্বুলেন্স সেবার কার্যক্রম শুরু হবে তা এখনো জানা যায়নি। এ বিষয়ে হিরো আলম বলেন, গাড়িটি নিয়ে অনেক ঝামেলা হয়েছে। কিছুটা মেরামত করতে হবে। তা ছাড়া ১০ বছরের ট্যাক্স বাকি। এ বিষয়গুলো আগে জানা ছিল না। তাই অ্যাম্বুলেন্স সেবা শুরু করতে কিছুটা সময় লাগবে।

তিনি জানান, হবিগঞ্জে গিয়ে তিনি মুগ্ধ হয়েছেন। ভবিষ্যতেও যাওয়ার ইচ্ছা রয়েছে। সেখানে মানবসেবার কাজ করারও পরিকল্পনা রয়েছে। এর আগেও সিলেটে বন্যার সময় কাজ করেছেন তিনি।

আজকের সর্বশেষ সব খবর