শনিবার | ১০ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম

ঝালকাঠিতে ছাত্রলীগের বাসে বোমা হামলা, আহত ৬

প্রকাশিত : ডিসেম্বর ৭, ২০২২




Spread the love

বুলবুল আহমেদ, ঝালকাঠি প্রতিনিধি ॥ ঝালকাঠির ব্র্যাকমোড় সংলগ্ন বিশ্বরোডের ব্রীজের উপর ছাত্রলীগ বহনকারী দুটি বাসের উপর বোমা নিক্ষেপ এর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ৬ জন ছাত্রলীগের কর্মী আহত হয়।

জেলা ছাত্রলীগের সভাপতি আবদুল্লাহ আল মাসুদ মধু জানান, কেন্দ্রীয় ছাত্রলীগের সম্মেলন শেষে দুটি বাসে করে ঝালকাঠির উদ্দেশে ফিরছিলাম জেলার নেতাকর্মীরা। মঙ্গলবার রাত সোয়া ৯টার সময় অজ্ঞাত ব্যক্তিরা ককটেলে নিক্ষেপ করলে বাসে জানালার পাশে থাকা ছাত্রলীগের কর্মী সিয়াম, মারুফ, সাইদ, লালচান, আলিফ ও সিয়াব আহত হয়।

তাদেরকে ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

পরে ছাত্রলীগের নেতা-কর্মীরা উত্তেজিত হয়ে মহাসড়ক অবরোধ করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিলে সেখান থেকে ছাত্রলীগের নেতা-কর্মীরা সরে যায়।


Spread the love
আজকের সর্বশেষ সব খবর