শনিবার | ১০ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম

ঝালকাঠিতে বাংলাদেশ সেনাবাহিনীর খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশিত : এপ্রিল ২০, ২০২৩




Spread the love

বুলবুল আহমেদ, ঝালকাঠি প্রতিনিধি ॥ ঝালকাঠিতে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিতদের মাঝে পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বুধবার সকাল ১১টায় জেলার রাজাপুর উপজেলার নিজামিয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন তারা।

বরিশাল শেখ হাসিনা সেনানিবাস সাত পদাতিক ডিভিশন এর জিওসি মেজর জেনারেল আব্দুল কাইয়ুম মোল্লার নেতৃত্বে ২২ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল নাহিদুল ইসলাম সহ একটি সেনাবাহিনীর দল দরিদ্রদের মাঝে এ খাদ্য সামগ্রী পৌছে দেন।

এ সময় বড়ইয়া ইউনিয়নের চারশত পঞ্চাশটি পরিবারের মাঝে সেমাই. চাল, ডাল, তৈল এবং চিনি দেয়া হয়।

এ সময় শেখ হাসিনা সেনানিবাসের ২২ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের ক্যাপ্টেন সাহিদ ইকবাল, অনারি ক্যাপ্টেন আব্দুল করিম, স্থানীয় ইউপি চেয়ারম্যান সাহাবুদ্দিন সুরু, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. মোজাম্মেল, ওয়ারেন্ট অফিসার মো. মনির সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


Spread the love
আজকের সর্বশেষ সব খবর