জার্নাল ডেস্ক : রাজধানীর খিলক্ষেতে লেক সিটিতে আবাসিক ভবনে আগুন…
নিজস্ব সংবাদদাতা : ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রধান কার্যালয়ে একটি টিনশেড ঘরে অগ্নিকাণ্ড ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নেভাতে কাজ করছে।
রোববার (১৪ মার্চ) দুপুরে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদরপ্ততরের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাসেল শিকদার বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, ডিএমপি প্রধান কার্যালয়ের একটি টিনশেড ঘরে অগ্নিকাণ্ড ঘটে। ১টা ২০ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। আগুন নেভানোর কাজ চলছে। প্রাথমিকভাবে আগুনের কারণ জানা যায়নি।