শুক্রবার | ২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম

ঢাকায় সিনোফার্মের আরো ১৭ লাখ ৭০ হাজার ডোজ টিকা

প্রকাশিত : আগস্ট ১১, ২০২১




জার্নাল ডেস্ক ॥ ঢাকায় পৌঁছেছে চীনের সিনোফার্মের আরো ১৭ লাখ ৭০ হাজার ডোজ করোনার টিকা। বুধবার (১১ আগস্ট) সন্ধ্যায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট টিকা নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বুধবার বেইজিংয়ের স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটে ১.৭৭ মিলিয়ন ডোজ টিকা নিয়ে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওনা দেয়। বিকেল ৫টার দিকে ঢাকায় চীনা দূতাবাস কর্মকর্তা হুয়ালং ইয়ান তার ফেসবুক পোস্টে এ তথ্য জানান।

এর আগে মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৭টায় একটি ফ্লাইটে ১৭ লাখ ডোজ টিকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

আজকের সর্বশেষ সব খবর