বৃহস্পতিবার | ২১শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম

তুরস্কে সড়ক দুর্ঘটনায় নিহত ৯

প্রকাশিত : আগস্ট ৬, ২০২১




আন্তর্জাতিক ডেস্ক ॥ তুরস্কে বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত নয়জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩৭ জন। শুক্রবার (৬ আগস্ট) সকালে এ দুর্ঘটনা ঘটে।

খবরে বলা হয়, ইস্তানবুল ও ইজমিরের মধ্যে মহাসড়কে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে অন্তত নয়জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৩৭ জন।

শুক্রবার সকালে মানিশা শহরের কাছাকাছি এলাকায় যাত্রীবাহী বাসটি মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দিলে হতাহতের এ ঘটনা ঘটে। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়েছে।

মানিশা প্রদেশ কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, এ ঘটনায় নয়জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো ৩৭ জন। ওই বাসে অন্তত ৫০ যাত্রী ও তিন কর্মী ছিলেন।

আজকের সর্বশেষ সব খবর