বৃহস্পতিবার | ৩০শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
শিরোনাম

ত্রিশালে দুর্ঘটনার পর মাইক্রোবাসে আগুন, নিহত ৪

প্রকাশিত : মার্চ ১৩, ২০২৩




জার্নাল সারাদেশ বার্তা ॥ ময়মনসিংহের ত্রিশালে দুর্ঘটনার পর মাইক্রোবাসে আগুন লেগে দগ্ধ হয়ে চার জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও সাত জন। সোমবার (১৩ মার্চ) রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।

ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন এ তথ‌্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রাঙামাটি নামক স্থানে যাত্রীবাহী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পড়ে যায়। তাৎক্ষণিক মাইক্রোবাসে আগুন ধরে যায়। এতে মাইক্রোবাসের চার যাত্রী আগুনে পুড়ে ঘটনাস্থলেই মারা যান।

ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুল কালাম জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। সেখান থেকে আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক‌্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দুই নারীসহ পুড়ে যাওয়া চার জনের মরদেহ গাড়ির ভেতর থেকে উদ্ধার করা হয়।

ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন জানান, নিহত ও আহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি। তবে আহত এক যাত্রীর মাধ্যমে জানা যায় তারা জেলার ধোবাউড়া উপজেলা থেকে রওনা হয়ে ঢাকার দিকে যাচ্ছিলেন।

আজকের সর্বশেষ সব খবর