মঙ্গলবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম

দুর্ঘটনার কবলে আর্মি এভিয়েশনের হেলিকপ্টার

প্রকাশিত : জুলাই ২৭, ২০২২




জার্নাল ডেস্ক ॥ ঢাকার নবাবগঞ্জে আর্মি এভিয়েশনের একটি হেলিকপ্টার নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইট পরিচালনার সময় দুর্ঘটনার শিকার হয়েছে। বুধবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

এতে বলা হয়, ঢাকার নবাবগঞ্জ উপজেলার একটি জলাশয়ে হেলিকপ্টারটি জরুরি অবতরণকালে এ দুর্ঘটনা ঘটে। হেলিকপ্টারে থাকা দুই পাইলট লেফটেন্যান্ট কর্নেল ইসমাইল ও মেজর শামসের শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত। তাদেরকে হেলিকপ্টারযোগে ঢাকা সিএমএইচে স্থানান্তর করা হয়েছে।

দুর্ঘটনার ওই এলাকা ও হেলিকপ্টারটির নিরাপত্তার জন্য স্থানীয় পুলিশ সহায়তা দিচ্ছে। এছাড়াও পোস্তগোলা ও মাওয়া সেনানিবাস থেকে নিরাপত্তা ও উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।

আজকের সর্বশেষ সব খবর