বৃহস্পতিবার | ৮ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম

ধানমন্ডিতে পুলিশ বক্সে কাভার্ডভ্যান, নিহত ৩

প্রকাশিত : ডিসেম্বর ১৪, ২০২২




Spread the love

জার্নাল ডেস্ক ॥ রাজধানীর ধানমন্ডির রাসেল স্কয়ার সংলগ্ন ট্রাফিক বক্সের ভেতর নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ডভ্যান ঢুকে গেলে ৩ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

কলাবাগান থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ধানমন্ডি ৩২ নম্বরে ট্রাফিক পুলিশ বক্সে মিরপুরের দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান ধাক্কা দিয়ে ফুটপথের ওপরে উঠে যায়। এতে দুজন নিহত হন। আরও দুজন আহত হন। এর মধ্যে একজন হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পুলিশ ভার্ডভ্যান জব্দ করেছে ও চালককে আটক করেছে।


Spread the love
আজকের সর্বশেষ সব খবর