পিন্টু অধিকারী, মাধবপুর : হবিগঞ্জের মাধবপুরে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু…
মোঃ আলাল মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার পুর্ব বড়ভাকৈর ইউনিয়নে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে ভিট মাটি উত্তোলন করার অপরাধে ৩ জনকে ভ্রাম্যমান আদালতে ১ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান। মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুরে বড়ভাকৈর ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের আটক করে প্রশাসন।
আটককৃতরা হলেন, নবীগঞ্জ উপজেলার কল্যাণপুর গ্রামের আব্দুল কাদির (৩৬),বাগাউড়া গ্রামের দুলাল মিয়া (২৭), সদরঘাট (মাঝহাটি) গ্রামের মোঃ তাহের মিয়া (১৯),। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়ে।
নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়েছে। এসময় সহযোগীতা করেন এসআই লোকেশ চন্দ্র দাশসহ একদল পুলিশ সদস্য।
এব্যাপারে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন আহমেদ বলেন, কোনো প্রকার অনুমতি ছাড়া অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে ভিট মাটি উত্তোলন করার অপরাধে ৩ জন ব্যক্তিকে বিনাশ্রম কারাদ- দেওয়া হয়েছে।