বৃহস্পতিবার | ৮ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম

নবীগঞ্জে ট্রাকের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

প্রকাশিত : অক্টোবর ৩০, ২০২২




Spread the love

মোঃ আলাল মিয়া, নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের আউশকান্দি সড়কে পৌর এলাকার ছালামতপুরে ব্র্যাক অফিসের সামনে ট্রাকের ধাক্কায় এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছে। রোববার (৩০ অক্টোবর) দুপুরে এ দুর্ঘটনা ঘটেছে। নিহতের নাম অশেষ দাশ (২০)।

বানিয়াচং উপজেলার কাগাপাশা ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামের মতিলাল দাশের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হবিগঞ্জগামী ওই ট্রাকের (ঢাকা-মেট্রো-ট -২২-২২৮৯) সাথে অশেষ দাশের বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অশেষ গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্মরত চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সিলেটে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে মারা যান অশেষ।

দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমেদ।


Spread the love
আজকের সর্বশেষ সব খবর