মঙ্গলবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম

নিখোঁজের একদিন পর স্কুল ছাত্রের ভাসমান মরদেহ উদ্ধার

প্রকাশিত : সেপ্টেম্বর ১, ২০২২




স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের পুরানমুন্সেফি এলাকা থেকে নিখোঁজের একদিন পর সাজন দাশ ১৩ নামে এক স্কুল ছাত্রের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে পুরানমুন্সফি রামচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত সাজন দাশ শহরের কামারপট্রি এলাকার রবিন্দ্র দাশের পুত্র। তাদের গ্রামের বাড়ি জেলার লাখাই উপজেলার ভবানিপুর গ্রামে। সাজন শহরের জুনিয়র হাইস্কুলের ৬ষ্ট শ্রেনির ছাত্র।

সাজন দাশের পিতা রবিন্দ্র দাশ জানান- বুধবার সকালে সাজন বাসা থেকে বাহির হয়। এরপর আর বাসায় ফিরেনি। অনেক খোঁজাখুজি করেও তার কোন সন্ধ্যান পাওয়া যায়নি। আজ সকালে স্তানিয়রা তার মরদেহ পুকুরে ভাসতে দেখে আমাদের খবর দেয়। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করি। তিনি বলেন সাজন সাতার জানতো না।

হবিগঞ্জ সদর মডেল থানার এসআই সজিব আহমেদ জানান- মরদেহে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। তবে এর পেছনে অন্য কোন কারণ আছে কি না পুলিশ তা খতিয়ে দেখছে।

আজকের সর্বশেষ সব খবর