মঙ্গলবার | ৫ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম

নিজের দেওয়া ভোটটিও পেলেন না মেম্বার প্রার্থী

প্রকাশিত : ফেব্রুয়ারি ৯, ২০২২




জার্নাল সারাদেশ বার্তা ॥ সপ্তম ধাপের ইউপি নির্বাচনে নিজের দেওয়া ভোটটিও খুঁজে না পাওয়ার অভিযোগ তুলেছেন মেম্বার পদ প্রার্থী ও বর্তমান ৯নং ওয়ার্ডের সদস্য রবিউল ইসলাম রানা।

৭ ফেব্রুয়ারি (সোমবার) জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে রবিউল ইসলাম রানা তালা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচনে তিনি কোনো ভোট না পেলেও তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ভূপেন চন্দ্র মণ্ডল (টিউবওয়েল প্রতীক) পেয়েছেন ৮৯৩, আজিজুল হক (মোরগ প্রতীক) পেয়েছেন ৬৮২ ভোট ও ময়নুল ইসলাম (আপেল প্রতীক) পেয়েছেন ৭৩৫ ভোট।

রবিউল ইসলাম রানার অভিযোগ, তিনি ও তার স্ত্রী, পরিবারের অন্যান্য সদস্য, আত্মীয়-স্বজন, তার কর্মী-সমর্থক ও এজেন্টরা তাকে ভোট দিলেও ফলাফল ভোট শূন্য দেখাচ্ছে।

এসময়, আমার দেওয়া ভোট গেল কোথায় বলে প্রশ্ন তোলেন এই প্রার্থী।

এ বিষয়ে উপজেলা নির্বাচন অফিসার শহিদুল ইসলাম বলেন, বিষয়টি সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসার বলতে পারবেন। তবে তিনি চাইলে আদালতের আশ্রয় নিতে পারেন।

আজকের সর্বশেষ সব খবর