শনিবার | ১০ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম

নেপালে ৬.৬ মাত্রার ভূমিকম্প, নিহত ৬

প্রকাশিত : নভেম্বর ৯, ২০২২




Spread the love

আন্তর্জাতিক ডেস্ক ॥ নেপালে ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পে দেশটির ডোটি জেলায় একটি বাড়ি ধসে ছয় জনের মৃত্যু হয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার (৮ নভেম্বর) রাত ২টা ২৭ মিনিটের দিকে রাজধানী কাঠমান্ডু থেকে ৩৪০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত দিপায়ল শহরে ভূমিকম্পটি আঘাত হানে। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা-ইউএসজিএস জানিয়েছে, দেশটির দিপায়ল শহরের কাছে ভূ-পৃষ্ঠ থেকে ১৫ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল।

অন্যদিকে, মঙ্গলবার রাত ৯টার দিকে দেশটির পশ্চিমাঞ্চলে ৪ দশমিক ৮ মাত্রার আরও একটি ভূমিকম্প আঘাত হেনেছে। যার উৎপত্তিস্থল ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে বলে জানিয়েছে ইউএসজিএস।

নেপালে এই ভূমিকম্প আঘাত হানার পর ভারতের দিল্লি এবং পার্শ্ববর্তী শহরগুলিতে শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে। এই তীব্র কম্পন প্রায় ১০ সেকেন্ড স্থায়ী হয়েছিল।


Spread the love
আজকের সর্বশেষ সব খবর