শনিবার | ১০ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম

পরিবেশ বিপন্ন করে জলাধার ভরাট; বাপা প্রতিনিধি দলের পরিদর্শন

প্রকাশিত : ডিসেম্বর ১৮, ২০২২




Spread the love

স্টাফ রিপোর্টার ॥ প্রাকৃতিক পরিবেশ বিপন্ন করে হবিগঞ্জ জেলা শহরের আনোয়ারপুর-নোয়াহাটি এলাকার বাইপাস সড়কের পার্শ্ববর্তী জলাধার ভরাটের ঘটনাস্থল পরিদর্শন করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ শাখার নেতৃবৃন্দরা।

রবিবার (১৮ ডিসেম্বর) বিকেলে বাপার প্রতিনিধিদল জলাশয় ভরাটের খবর পেয়ে সরজমিনে পরিদর্শনে যান। তারা সেখানে দেখতে পান এবং খোঁজ নিয়ে জানতে পারেন বাইপাস সড়কের নিকটবর্তী একটি বৃহৎ জলাধার ভরাট করছে এলাকার কতিপয় ব্যক্তি। বেশ দূরের নদী থেকে ড্রেজার মেশিনের মাধ্যমে মোটা পাইপ দিয়ে বালু নিয়ে এসে জলাশয়টি ভরাট প্রক্রিয়া চলছে।

পরিদর্শন শেষে বাপা প্রতিনিধি দল হবিগঞ্জের জেলা প্রশাসক, পৌর মেয়র, পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক এবং সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলীকে মুঠোফোনে অবহিত করেন।

বাপা হবিগঞ্জের সহ-সভাপতি তাহমিনা বেগম গিনির নেতৃত্বে পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বাপা সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল, সদস্য আহসানুল হক সুজা, এডভোকেট শায়লা খান, আফরোজা সিদ্দিকা, মনসুর আহমেদ প্রমুখ।


Spread the love
আজকের সর্বশেষ সব খবর