মঙ্গলবার | ৫ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম

প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে ছাত্রদল নেতার রহস্যজনক মৃত্যু

প্রকাশিত : জানুয়ারি ২৯, ২০২২




মৌলভীবাজার প্রতিনিধি ॥ শ্রীমঙ্গল সরকারি কলেজ শাখার জাতীয়তাবাদী ছাত্রদলের সদস্য সচিব জুনেদ রহমান (২১)এর রহস্যজনক মৃত্যু হয়েছে।

শনিবার (২৯ জানুয়ারি) সকালে সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। জুনেদ শ্রীমঙ্গল শহরের বিরাইমপুর এলাকার শামসুউদ্দিনের ছেলে।

শনিবার দুপুরে তার মরদেহ শ্রীমঙ্গলে আনা হলে তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন তার বাবা শামসুউদ্দিন। জুনেদের মা তার ছেলেকে বিষ খাইয়ে মেরে ফেলার অভিযোগ করে বলেন, তার ছেলে শুক্রবার (২৮ জানুয়ারি) দুপুরে মহাজিরাবাদ এলাকায় প্রেমিকার সঙ্গে দেখা করতে যায়। সেখানে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে খাওয়ালে সে অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। পরে জুনেদের পরিবার মুত্যুরহস্য উন্মোচনের জন্য লাশ শ্রীমঙ্গল থানায় নিয়ে যান।

শ্রীমঙ্গল থানার এসআই মো. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে জুনেদের বাবা জুনেদের মরদেহ থানায় নিয়ে আসেন। পরে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

আজকের সর্বশেষ সব খবর