শনিবার | ২৫শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ১১ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
শিরোনাম

ফের ভূমিকম্পে কেপে উঠল দিল্লি

প্রকাশিত : নভেম্বর ১২, ২০২২




আন্তর্জাতিক ডেস্ক ॥ দিল্লিসহ ভারতের উত্তরাঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছে। এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বার ভূমিকম্প অনুভূত হয়েছে দিল্লিতে।

ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নেপালে। ভরতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি বিভাগ জানিয়েছে, নেপালে শনিবার সন্ধ্যা ৭টা ৫৭ মিনিটে ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। খবর দ্য টাইমস অব ইন্ডিয়ার।

প্রতিবেদনে বলা হয়, নেপালের যেখানে ভূমিকম্পটির কেন্দ্রস্থল সেখান থেকে ভারতের উত্তরাখণ্ডের জোশীমঠের দূরত্ব ২১২ কিলোমিটার। তবে এঘটনায় এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

কিছু দিন আগেও নেপালে ছয় দশমিক ছয় মাত্রার ভূমিকম্প আঘাত হানে। সে সময়ও দিল্লিসহ ভারতের গাজিয়াবাদ, গুরুগ্রাম ও লখনৌতে ভূমিকম্প হয়।

আজকের সর্বশেষ সব খবর