বুলবুল আহমেদ, ঝালকাঠি প্রতিনিধি ॥ ঝালকাঠিতে বৈশাখী টিভির ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী…
জার্নাল ডেস্ক ॥ করোনা মহামারির কারণে দুই বছর বন্ধ থাকার পর বাংলা একাডেমি প্রাঙ্গণে আবারও জমবে বৈশাখী মেলা। বাংলা নববর্ষ উপলক্ষে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) ও বাংলা একাডেমির উদ্যোগে দশ দিনব্যাপী এই বৈশাখী মেলা শুরু হচ্ছে বৃহস্পতিবার থেকে।
বৃহস্পতিবার সকাল ১১টায় মেলা উদ্বোধন করবেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা।
স্বাগত বক্তব্য রাখবেন বিসিক-এর চেয়ারম্যান জনাব মুহ. মাহবুবর রহমান। বিশেষ অতিথি হিসেবে থাকবেন শিল্প মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব কামাল আহমেদ মজুমদার এমপি, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব কে এম খালিদ এমপি, শিল্প মন্ত্রণালয়ের সচিব জনাব জাকিয়া সুলতানা এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব জনাব মোঃ আবুল মনসুর।
সকাল ৮টায় একাডেমির রবীন্দ্র-চত্বরে নববর্ষ উদ্যাপন উপলক্ষ্যে বর্ষবরণ-সংগীত, নববর্ষ বক্তৃতা, কবিতাপাঠ এবং আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে স্বাগত ভাষণ প্রদান করবেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। নববর্ষ বক্তৃতা প্রদান করবেন লোকসাহিত্য গবেষক ও নাট্যকার ড. সাইমন জাকারিয়া। সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন।