মঙ্গলবার | ৫ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম

‘বাংলা টিভি’র হবিগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন জাকারিয়া চৌধুরী

প্রকাশিত : সেপ্টেম্বর ১৪, ২০২১




স্টাফ রিপোর্টার ॥ জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন ‘বাংলা টিভি’র হবিগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক জাকারিয়া চৌধুরী। গত (১২ সেপ্টেস্বর) রোববার বাংলা টিভি কর্তৃপক্ষ তাকে নিয়োগ প্রদান করেন। এসময় সাংবাদিক জাকারিয়া চৌধুরীর হাতে পরিচয়পত্রসহ যাবতীয় কাগজপত্র তুলে দেয়া হয়।

জাকারিয়া চৌধুরী জাতীয় দৈনিক প্রতিদিনের সংবাদ, অনলাইন নিউজ পোর্টাল ডেইলি বাংলাদেশ ও সিলেট ভিউ’র জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। এছাড়াও হবিগঞ্জ থেকে প্রকাশিত হবিগঞ্জের শীর্ষ স্থানীয় দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকার বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিনি নতুন কর্মস্থল বাংলা টিভিসহ সাংবাদিকতা পেশায় সকলের সহযোগিতা কামনা করছেন। জাকারিয়া চৌধুরী ২০১০ সালে দৈনিক আজকের হবিগঞ্জ পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে সাংবাদিকতা শুরু করেন।

আজকের সর্বশেষ সব খবর