বৃহস্পতিবার | ৮ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম

বাগদাদে গাড়ি বিস্ফোরণে নিহত ১০

প্রকাশিত : অক্টোবর ৩০, ২০২২




Spread the love

আন্তর্জাতিক ডেস্ক ॥ ইরাকের নিরাপত্তা বাহিনী ও স্বাস্থ্য বিভাগের একাধিক সূত্র জানিয়েছে, স্থানীয় সময় শনিবার (২৯ অক্টোবর) পূর্ব বাগদাদে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

দেশটির নিরাপত্তা বাহিনীর বরাতে জানা যায়, রাজধানীর একটি ফুটবল স্টেডিয়ামের কাছে একটি গ্যারেজে রাখা গাড়িতে বিস্ফোরক ছিল। গ্যারেজের কাছে ছিল একটি গ্যাসবাহী ট্যাংকার। গাড়িতে রাখা বিস্ফোরক থেকে সেই ট্যাংকারেও বিস্ফোরণের ঘটনা ঘটে। গাড়িতে ও ট্যাংকারে বিস্ফোরণ হলে এ হতাহতের ঘটনা ঘটে।

ইরাকের কর্মকর্তাদের বরাতে জানা যায়, বিস্ফোরণে নিহত ব্যক্তিদের বেশির ভাগই কিশোর। তারা ওই স্টেডিয়ামে ফুটবল খেলতে গিয়েছিল।

দেশটির সামরিক বাহিনীর পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, পূর্ব বাগদাদে একটি গ্যারেজে থাকা গ্যাসবাহী ট্যাংকারে বিস্ফোরণে বেশকিছু মানুষ নিহত হয়েছেন। বিস্ফোরণের কারণ অনুসন্ধানে নিরাপত্তা বাহিনী তদন্ত শুরু করেছে।


Spread the love
আজকের সর্বশেষ সব খবর