মঙ্গলবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম

বানিয়াচংয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বৃদ্ধের মৃত্যু

প্রকাশিত : জুন ১৫, ২০২৩




বানিয়াচং প্রতিনিধি ॥ হবিগঞ্জের বানিয়াচংয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আকবর আলী (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৫ জুন) ভোরে বানিয়াচং উপজেলা সদরের ৪নং ইউনিয়নের মাদারিটুলা গ্রামে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাতে এলাকায় ঝড়-বৃষ্টির কারণে বিদ্যুতের মেইন লাইনের তার ছিড়ে মাটিতে পড়ে থাকে। ঐ সময়ে আকবর আলী অন্যান্য দিনের ন্যায় ফজরের নামাজ পড়ে নিজ বসত বাড়ী সংলগ্ন গাছগাছালির পরিচর্যা করতে যান।

এসময় বিদ্যুতের ছিড়া তার দেখতে না পেয়ে তাতে শরীর লেগে ঘটনাস্থলেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। স্থানীয় লোকজন বানিয়াচং পল্লী বিদ্যুৎ অফিসে জানালে তাৎক্ষণিক ওই এলাকার বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়। আকবর আলীর স্ত্রী, ৩ পুত্র ও ৩ কন্যা রয়েছেন।

আজকের সর্বশেষ সব খবর