শনিবার | ১০ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম

বানিয়াচংয়ে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বাংলা নববর্ষ উদযাপন

প্রকাশিত : এপ্রিল ১৪, ২০২৩




Spread the love

বানিয়াচং প্রতিনিধি ॥ হবিগঞ্জের বানিয়াচংয়ে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে। প্রহেলা বৈশাখ শুক্রবার (১৪ এপ্রিল) সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে মঙ্গল শোভাযাত্রা, ১০ টা ৩০ মিনিটে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহণে কুইজ ও রচনা প্রতিযোগিতা ও সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ’র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠান গুলোতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হাসান, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামছুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মলয় কুমার দাশ, একাডেমিক সুপার ভাইজার সম্পদ কান্তি দাশ তালুকদার, বীরমুক্তিযোদ্ধা মঞ্জিল মিয়া, দৈনিক মানবজমিন প্রতিনিধি মখলিছ মিয়া, দৈনিক তরফবার্তার স্টাফ রিপোর্টার ইয়াসিন আরাফাত মিল্টনসহ বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে বিভিন্ন পর্যায়ে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলেদেন অতিথিবৃন্দ।


Spread the love
আজকের সর্বশেষ সব খবর