শনিবার | ১০ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম

বানিয়াচং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদকের ইন্তেকাল: বিভিন্ন মহলের শোক

প্রকাশিত : মার্চ ২০, ২০২৩




Spread the love

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম আর নেই। গত শনিবার রাত ৮টায় ঢাকা বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে স্ত্রী, ৪ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহি রেখে গেছেন তিনি।

রবিবার বেলা ২টায় বানিয়াচং শাহী ঈদগাহ ময়দানে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খান, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন খান, সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ বশীর আহমদ, জেলা আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আলহাজ্ব রেজাউল মোহিত খান, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ ওয়ারিশ উদ্দিন খান, উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হোসেন মারুফ ও সাধারণ সম্পাদক নকিব ফজলে রকিব মাখন, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আলহাজ্ব মোঃ লুৎফুর রহমান, উপজেলা যুবদলের সভাপতি সালাহ উদ্দিন ফারুক ও সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হাসান, বানিয়াচং ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা শায়খ সিরাজুল ইসলাম, বানিয়াচং মডেল প্রেসক্লাবের সভাপতি সর্দার আজিমুল হক স্বপন ও সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু, বানিয়াচং ইসলামি নাগরিক ফোরামের সভাপতি অ্যাডভোকেট শেখ শোয়াইব আহমদ ও সাধারণ সম্পাদক মাওলানা আবুল কাশেম প্রমুখ।


Spread the love
আজকের সর্বশেষ সব খবর