মঙ্গলবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম

বানিয়াচংয়ে দুর্ঘটনায় নিহত ও আহত ব্যাক্তির স্বজনদের সরকারি আর্থিক সহায়তা প্রদান

প্রকাশিত : জুলাই ১৫, ২০২১




বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচংয়ে দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তির স্বজনদের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা শাখার উদ্যোগে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জুলাই) দুপুরে উপজেলা সদরের মজলিশপুর গ্রামের মায়ের লাশ দাফনের স্থানে বিদ্যুৎ সংযোগ নিতে গিয়ে নিহত কিশোরের পিতা আব্দুল হান্নানকে ২০ হাজার, দেশমূখ্যপাড়া গ্রামের পানিতে ডুবে নিহত দুই শিশুর নিহত মাতা মোছাঃ তাহমিনা বেগমকে ২০হাজার, লাকি আক্তারকে ২০ হাজার ও বিদ্যুতের তারে জড়িয়ে আহত শিশুর পিতা ছিলাপাঞ্জা গ্রামের মোঃ সেবুল মিয়াকে ১০ হাজার টাকাসহ মোট ৭০ হাজার টাকার অনুদানের চেক প্রদান করেছেন বানিয়াচং উপজেলা পরিষদের চেয়াম্যান মোঃ আবুল কাশেম চৌধরী।

এসময় উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা পরিষদের ভাইস চেয়াম্যান মোঃ ফারুক আমিন,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাশ প্রমুখ।

আজকের সর্বশেষ সব খবর