বৃহস্পতিবার | ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম

বাহুবলে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

প্রকাশিত : আগস্ট ৫, ২০২১




বাহুবল প্রতিনিধি ॥ হবিগঞ্জের বাহুবলে পুকুর থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ আগস্ট) দুপুর ২টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

বাহুবল উপজেলা সদরের ঢাকা সিলেট মহাসড়কের মৌচাক পয়েন্টের উত্তর ও মহাসড়কের পশ্চিম পাশের একটি পুকুরে অনুমান ৪০ থেকে ৪৫ বছর বয়সী অজ্ঞাত ব্যক্তির লাশটি দেখতে পেয়ে স্থানীয় লোকজন বাহুবল থানা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে যায়।

এসময় এস আই অলক লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেন এবং ময়না তদন্তের জন্য হবিগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরণ করেন। বাহুবল মডেল থানার ওসি (তদন্ত) আলমগীর কবির বিষয়টি নিশ্চিত করেন।

আজকের সর্বশেষ সব খবর