সারাদেশ ডেস্ক : রূপগঞ্জে পরিত্যক্ত ইটভাটা থেকে অজ্ঞাত এক যুবকের…
মোঃ জমির আলী ॥ বাহুবল উপজেলায় ইটভাটার বাথরুম থেকে সুজেল মিয়া (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৩০ জুলাই) সকাল ৭ টায় মির্জাটুলা এলাকার মর্ডান ইটভাটার বাথরুমে মৃত অবস্থায় দেখতে পেয়ে বাহুবল থানায় খবর দেয়।
সে বাহুবল উপজেলার ০৬ নং মিরপুর ইউনিয়নের মির্জাটুলা গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে।
মর্ডান ইটভাটার শ্রমিক আশিকুর রহমান সুয়েল জানায়, প্রতিদিনের মতো নিহত সুজেল ও সে রাতের বেলা ঘুমাতে যায়। সকালবেলা ঘুম থেকে উঠে দেখতে পায় বাথরুমের দরজা খোলা এবং সুজেলের লাশ পড়ে আছে।
নিহতের বড় ভাই সোহাগ মিয়ার দাবী তার ভাইকে পরিকল্পিত হত্যা করা হয়েছে। সংবাদ লিখার সময় লাশ বাহুবল থানায় নিয়ে যাওয়ার কার্যক্রম চলছিলো।