শুক্রবার | ৯ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম

বাহুবলে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় বানিয়াচংয়ের দুই যুবক নিহত

প্রকাশিত : মে ২৯, ২০২১




Spread the love

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলার মিরপুর-শ্রীমঙ্গল সড়কের নতুন বাজার নামকস্থানে সিএনজি অটোরিক্সার সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন।

শনিবার (২৯ মে) সকাল ১১ টার দিকে এ মর্মান্তিক সড়ক দূর্ঘটনা সংঘটিত হয়।

নিহত দুই মোটরসাইকেল আরোহী বানিয়াচং উপজেলা সদরের তকবাজখানি মহল্লার আব্দুল জব্বারের প্রবাসী পুত্র আব্দুল মজিদ জমির (৩০) ও চানপাড়া মহল্লার সাবাজ মিয়ার পুত্র শাকিল মিয়া (২৫)।

কামাইছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সেলিম উদ্দিন প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, ঘটনার সময় নিহতরা মোটরসাইকেলযোগে শ্রীমঙ্গলের দিকে যাচ্ছিল। পথিমধ্যে মিরপুর -শ্রীমঙ্গল সড়কের নতুন বাজার ব্রীজের নিকট হবিগঞ্জগামী সিএনজি অটোরিকসার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই আব্দুল মজিদ জমির ও শাকিল মিয়া নিহত হয়।

এসময় সিএনজি চালক পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করে।

নিহত প্রবাসী আব্দুল মজিদ জমিরের পারিবারিক সূত্রে জানা গেছে তিনি তিন মাস আগ বিয়ে করেছেন। তারা আরও কয়েক বন্ধু মিলে কয়েকটি মোটর সাইকেল যোগে চা বাগানে ঘুরতে এসে পথিমধ্যে সড়ক দূর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। তাদের মৃত্যুর খবরে বানিয়াচংয়ে শোকের ছায়া নেমে এসেছে এবং বাড়িতে চলছে শোকের মাতম।


Spread the love
আজকের সর্বশেষ সব খবর