শনিবার | ১০ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম

বাহুবলে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত

প্রকাশিত : মার্চ ২১, ২০২৩




Spread the love

বাহুবল প্রতিনিধি ॥ হবিগঞ্জের বাহুবলে সড়ক দুর্ঘটনায় আম্বিয়া খাতুন (৪৫) নামে এক নারী নিহত হয়েছে। মঙ্গলবার(২১শে মার্চ) দুপুরে বাহুবলে শ্রীমঙ্গল রোডে এ ঘটনা ঘটে।

নিহত নারী আম্বিয়া খাতুন উপজেলার উজারগাও বিহারীপুর গ্রামের মৃত আব্দুল মান্নানের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, আম্বিয়া খাতুন নামে ওই নারী প্রয়োজনীয় কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পথিমধ্যে বাহুবল শ্রীমঙ্গল রোডে পৌছা মাত্র হবিগঞ্জ সিলেট বিরতিহীন পরিবহনের একটি বাস ওই নারীকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি।

তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাহুবল মডেল থানার (ওসি) রাকিবুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করেন।


Spread the love
আজকের সর্বশেষ সব খবর