বুধবার | ২০শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম

বিমানবন্দরগামী যাত্রীদের বাড়তি সময় নিয়ে বের হওয়ার অনুরোধ

প্রকাশিত : আগস্ট ১০, ২০২২




জার্নাল ডেস্ক ॥ রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরগামী যাত্রীদের বাড়তি সময় হাতে নিয়ে চলাচলের অনুরোধ করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক উত্তরা বিভাগ। আজ বুধবার ডিএমপি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানায়।

ট্রাফিক উত্তরা বিভাগ সূত্রে জানানো হয়, রাজধানীর বিমানবন্দর এলাকায় চলমান বিআরটি প্রকল্পের কাজের জন্য ওই রুটের তিন লেনে গাড়ি চলাচল বন্ধ রয়েছে। এতে খিলক্ষেত হয়ে উত্তরা ও গাজীপুরগামী সড়কে প্রায়ই তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে।

ডিএমপি ট্রাফিক সূত্র আরও জানায়, বিশেষ করে বিদেশগামী যাত্রীদের নির্দিষ্ট সময়েরও অতিরিক্ত সময় হাতে নিয়ে যাত্রা শুরু করার জন্য অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে বিমানবন্দরগামী যাত্রীদের লা মেরিডিয়ান হোটেল ও কাওলা অতিক্রম করার পর অবশ্যই বাঁ লেন ব্যবহার করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

আজকের সর্বশেষ সব খবর